1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
কিশোরগঞ্জের হাওর অঞ্চলে শীতের সকাল - Swadeshnews24.com
শিরোনাম
সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের প্রকাশিত হলো দিদারের ‘বৈশাখ এলো রে এলো বৈশাখ’ আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী

কিশোরগঞ্জের হাওর অঞ্চলে শীতের সকাল

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ২৫৯ Time View

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ঃ ‘সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি/এই নদী নত্রের তলে/সেদিনো দেখিবে স্বপ্ন/সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!/ আমি চ’লে যাব ব’লে/ চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে/ নরম গন্ধের ঢেউয়ে?’ কবি জীবনানন্দ দাশের এই কবিতার মতোই হাওরের শীতের সকাল। তার কবিতায় আবহমান বাংলার যে চিরায়ত রূপ ফুটে উঠেছে, মনে হয় এ যেন হাওরেরই রূপ। শীতের এ সময়ে নদী নত্রের হাওরে কৃষক জেগে ওঠে বোরো ধানের বাম্পার ফলনের আশায়। নতুন স্বপ্নে বিভোর হাওরের কৃষক একটি মাত্র ফসল বোরো ধান উৎপাদনে সর্বশক্তি নিয়োগ করে। হাওরের বিস্তীর্ণ জনপদে শীতের এ সময় ঘন কুয়াশায় ঢেকে যায় সবকিছু। হাওরবাসী আড়মোড়া ভেঙে সকালের শীতের তীব্রতা উপো করে জমি চাষাবাদে চলে যায়। কেউ কেউ খড়কুটোর আগুন দিয়ে কিছুটা উষ্ণতা নিয়ে ছুটে যায় শিশিরের জলভেজা হাওরের জমিতে। এখন বোরো ধান রোপণের সময়। শীতের এই সময় বোরো ফসলের চাষাবাদ না করলে আসন্ন বৈশাখে সংকট তৈরি হবে ঘরে ঘরে। সারা বছর খাদ্যের গ্লানি টানতে হবে কৃষক ও হাওরবাসীকে। তাই শীত যতই তীব্র হয়ে আসুক না কেন, হাওরের কিষান-কিষানিরা সেই তীব্রতাকে প্রবল মনোবলে পরাস্ত করে ধানেেত নেমে যান। কারও কাঁধে আদিযুগের লাঙল-জোয়াল, কেউ বা আসেন পাওয়ার টিলারে জমি চাষ করতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাওরবেষ্টিত জেলাগুলোতে এবার নয় লাখ ৫১১ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় এক লাখ ৬৪ হাজার ৫৮১ হেক্টর, সুনামগঞ্জে দুই লাখ ১৪ হাজার ৪৫৬, নেত্রকোনায় এক লাখ ৮০ হাজার ৩৮, ব্রাহ্মণবাড়িয়ায় এক লাখ আট হাজার ৩৬৩, সিলেটে ৭৩ হাজার ১৮৬, মৌলভীবাজারে ৫০ হাজার ৮৮৭ ও হবিগঞ্জ জেলায় এক লাখ নয় হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ল্যমাত্রা ধার্য করা হয়েছে ৩৪ লাখ ৮৪ হাজার ৯৭৭ দশমিক ৫৭ টন। এদিকে, এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে জিরাতির দল (কৃষিশ্রমিক) হাওরে ধনাঢ্য গৃহ¯ে’র বাড়িতে ভিড় করছেন। এর মধ্যে কোনো কোনো স”ছল কৃষক পরিবার চাষাবাদের ঝামেলা এড়াতে টাকার বিনিময়ে পুরো জমি পত্তন দিয়ে দিয়েছেন। তাই হাওরে বর্গাচাষির সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। হাওর ঘুরে দেখা গেছে, ১০-১২ জনের একটি জিরাতির দল বোরো জমি চাষাবাদে নেমে গেছে। বড় বড় দলে বিভক্ত হয়ে অনেকে ধানগাছ (জালা) রোপণ করছে। জিরাতিদের পদচারণে পুরো হাওর এলাকা একাকার। এ এক অন্য রকম জীবন, অন্য রকম দৃশ্যপট। কিশোরগঞ্জের ‘বড় হাওরে’ গিয়ে দেখা হলো, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আবদুল করিমের নেতৃত্বে ১২ জনের জিরাতি দল এসেছে বোরো ধান চাষাবাদ করতে। এ হাওরেই তাদের মতো ১৫টি জিরাতি দলের দেখা মিলল। আবদুল করিম জানান, এ হাওরে তার দল ছন দিয়ে নদীর পাড়ে অ¯’ায়ী নিবাস তুলে বসবাস করছে। তারা মোট ১০ একর জমি চাষাবাদ করছেন। প্রতি একরে সাড়ে তিন মণ ধান পাবেন এ চুক্তিতে তারা কাজ করে যা”েছন। প্রতিদিনের খাওয়া-দাওয়া বহন করবেন জমির মালিক। জিরাতিরা জানান, দিনভর বোরো চাষাবাদের পর রাতে কেউ কেউ মাছ ধরতে ¯’ানীয় জেলেদের সঙ্গে ছোট নৌকায় বেরিয়ে পড়েন হাওরে। টেঁটা বা কোঁচ দিয়ে ধরে আনেন বিভিন্ন প্রজাতির মাছ। জিরাতিরা চার ভাগের এক ভাগ মাছ পান। বাকি মাছ জেলেরা নিয়ে যান। ইটনা উপজেলার ধনপুর গ্রামের স”ছল কৃষক ফজলুল হক (৫৯) জানান, তার ২২ একর কৃষিজমির মধ্যে ১০ একর জমি পত্তন দিয়েছেন সাড়ে তিন লাখ টাকায়। সবকিছু খরচ-পত্তন গ্রহীতাদের। এবার বীজ, সার ও ডিজেলের দামের ওপর লাভ-লোকসান নির্ভর করবে। বাকি ১২ একর জমি নিজে করা”েছন। ১২ একর জমিতে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে তিনি কমপে এক হাজার মণ ধান পাবেন বলে আশা করছেন। সাধারণ কৃষক ও বর্গাচাষিরা জানান, এবার বীজ সংকট তেমনভাবে দেখা যায়নি। ডিজেল ও সারের সংকটের ব্যাপারে সরকার আন্তরিক হলে এবার বাম্পার ফলনের আশা করছে হাওরের কৃষক পরিবারগুলো। তবে এ েেত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বণিক নজরদারি বাড়াতে হবে। স্কিম মালিকরা যেন কৃষকদের বেকায়দায় ফেলে অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সেদিকে ¯’ানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতা থাকতে হবে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন বলেন, ‘হাওরে ৫০ ভাগ বোরো জমি এরই মধ্যে চাষাবাদ হয়ে গেছে। হাওরের কৃষক সর্বশক্তি নিয়ে চাষাবাদে নেমেছে। আশা করি, এবার বাম্পার ফলন তারা ঘরে তুলতে পারবে। ‘কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক অমিতাভ দাস জানান, একটি মাত্র ফসলের ওপর নির্ভরশীল হাওরের কৃষক। এবার টার্গেটের বেশি জমিতে চাষাবাদ হবে। হাওরের উৎপাদিত ধান দেশের খাদ্যচাহিদার একটি বড় অংশ। তাই বাম্পার ফলনের স্বার্থে অত্র বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার বাম্পার ফলন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com