সহ্য না করতে পেরে জুতা হাতে নিয়ে তেড়ে যান ষাটোর্ধ এক বৃদ্ধ

111486_76706

এইতো কয়েক বছর আগেও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের খেলা থাকলে বোঝার উপায় ছিল না এটা পাকিস্তানের কোনো স্টেডিয়ামে খেলা হচ্ছে না মিরপুর স্টেডিয়ামে। কারণ তখন স্টেডিয়ামে থাকতো অনেক পাকিস্তান সমর্থিত বাংলাদেশি। কিন্তু সময় বদলেছে, এখন পাকিস্তানের নয়, লাল-সবুজের পতাকায় ভরে থাকে মাঠ। আর পাকিস্তানের পতাকা দেখলেই নাক সিটকান বাংলাদেশের সমর্থকরা। আর বুধবার তো এক পাকিস্তান সমর্থক উত্তম-মাধ্যম খেয়ে গেলেন!

জানা গেছে, বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তখন ব্যাট করছে পাকিস্তান। এই সময় পাকিস্তানের পতাকা উড়িয়ে এক বাংলাদেশি যু্বক আজহার বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। এটা সহ্য হয়নি এক দেশপ্রেমিকের। তাই সে সময় ওই যুবকের দিকে জুতা হাতে নিয়ে তেড়ে যান ষাটোর্ধ এক বৃদ্ধ। তার সঙ্গে যোগ দেন অন্যান্য সমর্থকরা।

পরে আইন-শৃঙ্খলাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। যদিও পাকিস্তানের ওই সমর্থককে পরে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *