প্রকাশিত হল তাহসিন রেজা ও রিনির ‘কথা পুরুষ কবিতা নারী’ কবিতার অডিও!

Kobita_naro_reza_rini_rj_saস্বদেশ নিউজ ২৪ ডটকম: ১১ মে সন্ধ্যায় বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে এপার বাংলার তাহসিন রেজা ও ওপার বাংলার রিনিকে নিয়ে আবৃত্তির অডিও অ্যালবাম ” কথা পুরুষ কবিতা নারী ” র মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয় । অ্যালবাম এর মোড়ক উন্মোচন করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, আবৃত্তিকার তাহসিন রেজা ও রিনি এবং লেজার ভিশনের মিজানুর রহমান বকুল এবং রেডিও স্বদেশের চেয়ারম্যান আরজে সাইমুর, সুমনসহ অনেকে।

rjSaimur_SwadeshNews24অনুষ্ঠানে রিনি স্বদেশ নিউজ ২৪ ডটকমকে জানান, কবিতা আমার বড্ড ভাল লাগার জায়গা। কাজের ফাঁকে ফাঁকে আমি কবিতা পড়ি । আর তাই হয়তো আমার কবিতা সবার কাছে পৌছায় নি । এপার ও ওপার নয় , ভাল লাগার সব মুহূর্ত গুলো এক করে ভালবাসা রূপে প্রকাশ করলাম । যদি ভাল লেগে থাকে একটি কবিতাও তবেই আমার প্রচেষ্টা সফল ।

আবৃত্তি শিল্পী রেজা শুরু করেন আবৃত্তি সংগঠন থেকে । এর পরে ৯৪ থেকে ০১ পর্যন্ত বিরতি নিয়ে আবারও শব্দার্থ নামক সংগঠন থেকে শুরু করেন যাত্রা । ২০১২ তে প্রকাশিত হয়, যেমন করে গাইছে আকাশ ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তাহসিন রেজা ও রিনি তাদের প্রাণবন্ত আবৃত্তির মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন । অ্যালবামটিতে ২০ টি আবৃত্তি রয়েছে । কবি শামসুর রহমান , নির্মলেন্দু গুন , রুদ্র মুহাম্মদ , মহাদেব সাহা সহ অনেকের কবিতা থেকে আবৃত্তি গুলো ধারণ করা হয়েছে । আশা করি , আবৃত্তি ভক্ত শ্রোতাদের অ্যালবামটি মুগ্ধ করবে বলে আবৃত্তি শিল্পী তাহসিন রেজা বিশ্বাস করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *