প্যারিসে অনুষ্ঠেয় ‘বৈশ্বিক জলবায়ু সম্মেলন’ উপলক্ষ্যে বোববার বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালেদা বেগম প্রিয়.কমকে এ কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
এছাড়া মন্ত্রণালয়ের উপপরিচালক কামরুজ্জামান ভূঁইয়া জানান, আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। সময় ও দিন পরে জানানো হবে।
উল্লেখ্য, আগামীকাল ১৬ নভেম্বর সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এছাড়া আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সামিট’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ১১৮টি দেশের ২০ থেকে ৪০ হাজার প্রতিনিধির অংশ নেওয়ারও কথা রয়েছে। সম্মেলনে গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধের ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কিছু বলা হয়নি।
এর আগে শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়।সিএনএন জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। তবে ফরাসি কর্তৃপক্ষ এ হামলায় ১২৯জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
আসন্ন জলবায়ু সম্মেলন যেকোনো মূল্যে করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুেয়েল ভলস।