অনৈতিক কর্মকান্ডে বেশ ভালোভাবেই আলোচনায় এসেছেন পাকিস্তানের মিডেল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। নিষিদ্ধ ‘মুজরা পার্টি’ থেকে তাকে আটক করা হয়েছিল তবে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়। তবে তার থেকেও বড় অভিযোগ উঠেছে, পাকিস্তানি এক অভিনেত্রিকে শারীরিক ভাবে নির্যাতনের। এসব অভিযোগে ইংল্যান্ডের সাথে চলতি সিরিজের টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে। একই সাথে বোর্ডের সাথে চুক্তিও বাতিল করা হয়েছে।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার লাহোরে সাংবাদিকদের কাছে আকমল বলেন, ‘পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো।’
খারাপ সময়ে শহিদ আফ্রিদিকে পাশে পাচ্ছেন আকমল।
বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি বলেন, ‘বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েই আমি ডিনার পার্টিতে গিয়েছিলাম। আমার উপরে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।’ তবে নিজের খারাপ সময়ে আরেক ক্রিকেটার শহিদ আফ্রিদিকে পাশে পেয়ে বেশ সাহস পাচ্ছেন বলে জানান তিনি। আকমল বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ শহিদ আফ্রিদির কাছে কারণ আমার এই সময়ে তিনি আমার পাশে আছেন এবং এখনো দলের গুরুত্বপূর্ন সদস্য ভাবছেন।’