‘নির্বাচনে ৮০ ভাগ জয় চায় আওয়ামী লীগ’

আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৮০ ভাগ বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদেরকে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘যুদ্ধাপরাধীদের বিচার-পাকিস্তান ও জামায়াতের অনৈতিক বক্তব্য’- শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন করবে। আর এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে শতকরা ৭০ ভাগ পৌর মেয়র আাওয়ামী লীগের। এই সংখ্যা এবার ৮০ ভাগে উন্নীত করতে হবে। এজন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পৌর নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণের মধ্য দিয়ে তারা বোমারু রাজনীতি থেকে বেরিয়ে আসবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, শুনেছি বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ  নিতে যাচ্ছে। আমরা তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। বিএনপি এইভাবেই বোমারু রাজনীতি থেকে বেরিয়ে আসবে। সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *