লোপার প্রথম উপন্যাস “তোমার অপেক্ষায়” এর মোড়ক উন্মোচন করবেন তথ্যমন্ত্রী ইনু

bookfair-2016-lopa-rj saimur-swadeshnews24সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪: অমর একুশে বই মেলা ২০১৬ তে লোপার প্রথম উপন্যাস। আগামী ১৩ ফেব্রুয়ারী পহেলা ফালগুন সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন এ অধ্যাপক মোজাফফর চৌধুরী মিলনাতনে কন্ঠশিল্পী, সংবাদ পাঠিকা ও লেখিকা লোপা হোসেনের প্রথম উপন্যাস “তোমার অপেক্ষায়” এর মোড়ক উন্মোচন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। বিশেষ অতিথি মনজুরুল আহসান বুলবুল, এডিটর ইন চীফ, এটিএন বাংলা, ডা. আব্দুন নূর তুষার (মিডিয়া ব্যক্তিত্ব) ও বিশিষ্ট গীতিকার কবির বকুল। এর পাশাপাশি লোপার পুনর্জন্ম মিউজিক ভিডিও এর উদ্ধোধনী প্রদর্শণী হবে।  স্বদেশ পরিবারের পক্ষ থেকে রেডিও স্বদেশ ডট নেট, স্বদেশ নিউজ২৪.কম ও স্বদেশ.টিভির সিইও এন্ড চেয়ারম্যান আরজে সাইমুর রহমান থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *