একুশে বইমেলায় ওমর ফারুকের ‘নিঃশ্বাস’ বইয়ের মোড়ক উন্মোচন!

boi_farukসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: একুশে গ্রন্থমেলায় এসেছে গীতিকার ও মিডিয়াকর্মী ওমর ফারুকের ছোট গল্পের বই ‘নিঃশ্বাস।’ ১৩ ফেব্রুয়ারী সোহরাওয়ার্দী উদ্যান এ বইটির মোড়ক উন্মোচন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ, সাফায়েত, গীতিকার ও সাংবাতিক স্নেহাশীষ, সোহেল রানা, সীমান্ত, অদিত্য রূপু ও ওমর ফারুকের স্ত্রী বৃষ্টি প্রমুখ।  এটি লেখকের প্রথম ছোট গল্পের বই। বইটিতে পাঁচটি ছোট গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো ‘নষ্টের দলে এসো’, ‘বৃষ্টি হোক বা না হোক আজ বর্ষা’, ‘হাতটা ধরলেই পারতে’, অনুক্ষণে অনুভব’ এবং ‘নিঃশ্বাস’। এ ছাড়াও পাঠক বইটিতে পাবেন লেখকের বাবাকে নিয়ে একটি লেখা।  বইটি প্রসঙ্গে ওমর ফারুক স্বদেশ নিউজ২৪কে বলেন, নিঃশ্বাস নিয়েই আমি সাহিত্যের অঙ্গনে পা বাড়ালাম। লেখক প্রায় ৮ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি।  শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছত্রমুড়িয়া (ছয়গাঁও) গ্রামে। বাবা ইঞ্জিনিয়ার শেখ এম জলিল ও মা নাজমা বেগমের ৫ সন্তানের মধ্যে লেখক সবার বড়। তিনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে সিনিয়র জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। নিঃশ্বাস-এর প্রচ্ছদ করেছেন আদিত্য রুপু। বইটির মূল্য ১০০ টাকা। পাওয়া যাচ্ছে জিনিয়াস পাবলিকেশন্সের ১০১-১০২ নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *