একুশে বইমেলায় গীতিকার নার্গিস আলমগীরের ‘অনুভবে’!

onuvobe_nargis_swadeshসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: একুশে গ্রন্থমেলায় এসেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের  বই ‘অনুভবে।’ খুব শীঘ্রই বইটির মোড়ক উন্মোচন করা হবে। জীবনের শত প্রতিবন্ধকতা সত্বেও তিনি নৈরাশ্যবাদী নন, হাজার প্রতিকূলতার মাঝে ফুল ফোটাতে তার আনন্দ। গত বছর বই মেলায় তার ৩টি বই প্রকাশিত হয়েছিল। গীতিকার নার্গিস আলমগীরের কথায়  ১০টির বেশি এ্যালবাম প্রকাশিত হয়েছে। যেখানে তার লেখা কথায় গান গেয়েছেন বারী সিদ্দীকি, এন্ডু কিশোর, মনি জামান, নোলক, মুহিন, নাজু, ফাইজুর মিল্টন আরো অনেক শিল্পী। এছাড়াও তার লেখা গল্পে নাটক তৈরী হয়েছে। ব্যক্তিগত জীবনে নার্গিস আলমগীর তিন কন্যা ও এক পুত্রের জননী। গীতিকার নার্গিস আলমগীর স্বদেশ নিউজ২৪কে বলেন- অনুভবে বইটিতে আমার মনে কথাগুলো সাজানো হয়েছে। বই এর প্রচ্ছদ ও গাফিক্স  উমায়না মাজিদ ও সাইমুর রহমান। বইটির মূল্য ১৬০ টাকা। পাওয়া যাচ্ছে মডার্ণ  প্রকাশনীর ১১৫ নং স্টলে (সোহজরাওয়া র্দী উদ্যান)। এছাড়াও আরও কয়েকটি বই খুব শীঘ্রই প্রকাশিত হবে- পৃথিবীর এগিয়ে যাওয়া, সৃষ্টি ও ভাঙ্গা গড়ার দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *