শীঘ্রই আসছে কন্ঠশিল্পী হারিসের প্রথম একক অ্যালবাম

harisহারিস মো: সোলায়মান তরুণ কন্ঠশিল্পী। ডাক নাম হারিস। ছোটবেলা থেকেই ছিল গানের প্রতি আলাদা ভালো লাগা। ভালো লাগা থেকেই গানের প্রতি ভালোবাসার সৃষ্টি। স্বপ্ন ছিল বড় হয়ে নামকরা সংগীত শিল্পী হবে। তারই ধারাবাহিকতায় গানের চর্চা শুরু। “শোনো মেয়ে” গানটির মাধ্যমে বর্তমান সময়ে সোস্যাল মিডিয়ায় পরিচিত মুখ কন্ঠশিল্পী হারিস। সংগীত সাধনা ও নিরলস পরিশ্রম করে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁর প্রথম একক অ্যালবাম নিয়ে। ইতিমধ্যে তিনি অ্যালবামের চারটি গান সম্পূর্ণ করেছেন। সর্বমোট সাতটি গান নিয়ে সাজাচ্ছেন তার অ্যালবামটি। গানগুলোর কথা লিখেছেন শরীফ উদ্দিন খান, আকরাম হোসেন রায়হান, শফিক আফতাব, গালিব-এ-সেলিম ও কন্ঠশিল্পী হারিস । সবগুলো গানের সংগীত পরিচালনা করেছেন তানভীর আহমেদ। অ্যালবাম প্রসঙ্গে কন্ঠশিল্পী হারিস বলেন, শ্রোতাদের জন্য অ্যালবামটি খুব যত্ম নিয়ে তৈরি করছি। চেষ্টা করছি গানের মাঝে গতানুগতিক ধারার বাহিরে গিয়ে নতুনত্ব আনতে। গানগুলো শুনলে শ্রোতারা তা বুঝতে পারবেন। আশা করি অ্যালবামের সবগুলো গান আপনাদের ভালো লাগবে। দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো ভালো গান নিয়ে আপনার সামনে আসতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *