এশিয়া কাপের দলে সাকিব, বাদ পড়লেন সাব্বির-সৌম্য

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ৬ years ago

সাকিব আল হাসানকে নিয়ে এবারের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ঘোষিত ১৫ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার ও সাব্বির রহমান। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। আর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আরিফুল হক। এছাড়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও আবু জায়েদ  রাহী। আগামী ১৫ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।এশিয়া কাপের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপুৃ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।