কুষ্টিয়ায় চালকের খামখেয়ালিপনায় বাসের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন নিহত শিশু আকিফার বাবা হারন উর রশিদ। মামলায় ঘাতক বাসের চালক খোকন, সুপারভাইজার ইউনুচ আলী মাষ্টার ও মালিক জয়নুল আবেদিনকে আসামী করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে নয় মাস বয়সী শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পারা হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোন হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন। এতে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয় শিশু কন্যা আকিফা।বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকিফা। সে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হরুন উর রশিদের মেয়ে।