কাশ্মীরিদের পক্ষে বলায় আফ্রিদিকে ‘বাচ্চা’ বললেন গম্ভীর

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি ক্রিকেটার শহীন আফ্রিদির সঙ্গে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের কথার যুদ্ধ চলছেই। ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরিদের বিশেষ সুবিধা বাতিলের পর মোদি সরকারের কড়া সমালোচনা করেন আফ্রিদি। তিনি পাকিস্তানি প্রেসিডেন্ট ইমরানের খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা দেন। বুধবার এক টুইটারে আফ্রিদি ঘোষণা দেন যে, কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আগামীকাল ‘কাশ্মীর আওয়ার’ পালন করবেন তিনি। এছাড়া শিগগিরই দুই দেশের সীমারেখা লাইন অব কন্ট্রোল পরিদর্শনের কথাও জানান সাবেক অলরাউন্ডার আফ্রিদি।
আফ্রিদির এই টুইটের পরই চটেছেন গম্ভীর। আফ্রিদির টুইটের স্ক্রিনশট দিয়ে নিজের টুইট অ্যাকাউন্টে সাবেক ভারতীয় এই ওপেনার লেখেন, ‘এই ছবিতে শহীদ আফ্রিদি শহীদ আফ্রিদিকে প্রশ্ন করছে যে শহীদ আফ্রিদিকে লজ্জায় ফেলতে পরবর্তীতে সে কী করবে? আর সকল সন্দেহ ও দ্বিধা পেছনে রেখে এই পোস্ট প্রমাণ করে যে, আফ্রিদি পরিণত হতে অস্বীকার করেছে। আমি অনলাইন কিন্ডার গার্টেনকে বলছি আফ্রিদিকে টিউটোরিয়াল দিয়ে সহযোগিতা করার জন্য।’
আফ্রিদি-গম্ভীরের বৈরি সম্পর্ক সেই খেলোয়াড়ি জীবন থেকেই।

অবসরের পরও তাদের সম্পর্কে কোনো উন্নতি দেখা যায়নি। কিছুদিন আগে নিজের প্রকাশিত আত্মজীবনে গম্ভীরকে ‘ক্ষুদ্র মানসিকতার মানুষ’ বলে অবিহিত করেন আফ্রিদি। এরপর গম্ভীর আফ্রিদিকে ‘মানসিক রোগী’ আখ্যা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *