অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ নারী দল। আজ বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় সালমারা। আর তাতেই নিশ্চিত হযে যায় মূল পর্ব।
ফর্টহিলে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট ধল। ফাহিমা-সলামাদের দারুণ বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আইরিশরা। ২০ ওভার খেললেও ৮৫ রানে অলআউট হয় তারা। আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক লরা ডেলানি ২৫ আর এইমার রিচার্ডসন করেন ২৫ রান। প্রেনডারগাস্ট করেন ১০ রান। বাকিদের কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন।
৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে সানজিদা ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। ৩৭ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন সানজিদা। রিতু মনি ১৫ ও ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৩ রান।