আসামে উত্তেজনা, কারফিউ, পরীক্ষা স্থগিত, বিমানের ফ্লাইট বাতিল

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আসামে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে কারফিউ। স্থগিত করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। গুয়াহাটি ইউনিভার্সিটি এবং কটন ইউনিভার্সিটি তাদের সব আন্ডারগ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। ধিব্রুগড়মুখী অথবা ধিব্রুগড় থেকে সব ফ্লাইট উড্ডয়ন বৃহস্পতিবারের জন্য বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, রেলওয়ের সম্পত্তি নিরাপদ রাখতে গত রাতেই উত্তরপূর্বাঞ্চলের আক্রান্ত এলাকায় আরপিএসএফের ১২ কোম্পানি মোতায়েন করা হয়। দূরপাল্লার ট্রেনগুলোকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে।গুয়াহাটি ও কামাক্ষ্যায় আটকা পড়ে আছেন বহু ট্রেনযাত্রী। নিরাপত্তা ইস্যুতে আসাম ও ত্রিপুরার সব যাত্রীবাহীন ট্রেন স্থগিত করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ওদিকে গুয়াহাটি ও আগরতলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চতুর্থ দিনের জন্য রনজি ট্রফি গেমস। কিন্তু কারফিউয়ের জন্য তা স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *