দক্ষিণের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন চাল চুরির দায়ে গ্রেফতার অতপর বড় নেতার ফোনে মুক্তি

স্বদেশ নিউজ২৪.কম: মহাদুর্যোগের মধ্যেও সারাদেশে চাল চুরির হিড়িক পড়েছে। ক্ষুধার্ত অসহায় গরীব মানুষ ত্রাণের আশায় সারাদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরছে। লকডাউনে বিপাকে পড়া হতদরিদ্র মানুষের জন্য সরকার সারাদেশে ত্রাণের চাল বরাদ্দ দিয়েছে। সরকারের বরাদ্দ দেয়া চাল ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু অসাধু নেতার যোগসাজসে চুরির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশেও বন্ধ হচ্ছেনা চাল চুরি। ইতোমধ্যে ডিলার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতার জেল জরিমানারও খবর পাওয়া গেছে। আবার অনেকেই রয়েছেন পলাতক। গত ১৫ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ আলীকে চাল চুরির দায়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেন এসি আবুল হোসেন। আবার আনুমানিক সাড়ে আটটা ছাড়িয়ে নেন প্রভাবশালী এক নেতা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের দেওয়া অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী চাল ডাল তেল ইত্যাদি সে না দিয়ে তার বাসায় রেখে দেয় অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

চাল চুরির এই ঘটনা সোসাল মিডিয়ায় ঝড় তুলছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের ১৭ নং ওয়ার্ড এর জনগণ এই চাল চোরের শাস্তি দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *