আলোকচিত্র শিল্পী রথী মোস্তফা ছবি তোলাই তার রয়েেছ অসাধারন প্রতিভা। বলতে গেলে ছবির কবি আমাদের দেশে মেয়েরাও। আমাদের দেশে মেয়েরা পারিবারিক ও সামাজিক নানা বাধ্যবাধকতার কারণে আলোকচিত্র/ফটোগ্রাফিতে আসার আগ্রহ হারিয়ে ফেলে ।
ফটোগ্রাফিতে অনেক ছেলেরা সুনাম কামিয়েছেন দেশে-বিদেশে তারা আন্তর্জাতিক মানের পুরস্কার পেয়েছে ।এক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের দেশে মেয়েরাও আমাদের দেশে নামকরা কিছু আলোকচিত্র শিল্পী রয়েছেন তাদের মাঝখানে রথী মোস্তফা অন্যতম ।ছোটবেলায় ভালো লাগার ছবি তোলাকে অনেকেই পেশা হিসেবে নিয়েছেন রথী মোস্তফাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
ছবি তোলা আমার শখ। শিল্পী যেরকম মনের খাচায় ছবি আঁকে আমি ছবি তুলতাম ভাললাগে ভালোবাসি তাই। আমার মনের পছন্দ আমি যেরকম চাই সেরকম করে ছবি তুলে আনন্দ পাই ।বর্তমান সময়ে অনেক মেয়েদের কাছে রথী মোস্তফা একটা আইডল হিসেবে পরিচিত।
ছবির কবি রথী মোস্তফা
রথী মোস্তফা আরও বলেন শৈশব থেকে আলোকচিত্র হওয়ার স্বপ্ন দেখতাম ।লেখাপড়ার পাশাপাশি ছবিতোলার প্রতি প্রচণ্ড ঝোক ছিল। সেই স্বপ্ন থেকে আজ নিজেকে আলোকচিত্রী হিসেবে তৈরি করতে পেরেছে।সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি।