ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে সাবরিনা বশির

ভালোবাসা দিবসে উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের ‘ প্রেমের দেশে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ।

অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশন গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশ। এটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। ১৩ ফেব্রুয়ারি এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *