সেই সাকিবের বলেই আউট হলেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে ৬ ও ৩৩ রানে সাকিবের স্পিনে বিভ্রান্ত হন ধনাঞ্জয়া ডি সিলভা। চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেই সাকিবের বাঁ-হাতি স্পিনেই বিভ্রান্ত লংকান তারকা ব্যাটসম্যান।
চট্টগ্রামে ৬ ও ৩৩ রানে আউট হলেও ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান করেন ধনাঞ্জয়া। ক্যারিয়ারের ৪২তম টেস্টে দশম ফিফটি তুলে নেন তিনি। টেস্টে ৮টি সেঞ্চুরিও করেছেন ধনাঞ্জয়া।
ধনাঞ্জয়া ডি সিলভার বিদায়ের মধ্য দিয়ে ২৬৬ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭১ রান। এখনও ৯৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ৫৫ ও ২ রানে ব্যাট করে যাচ্ছেন সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।
এর আগে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু মুশফিকু রহিম ও লিটন দাসের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ৩৬৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ১৭৫* ও ১৪১ রান করে করেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।