বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

পটুয়াখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের বনানী সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে সরকারদলীয় লোকজন। যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে একটি সমাবেশ আয়োজিত হয়। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর সরোয়ার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ছাত্রলীগের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করে।

এতে জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, পৌর যুবদল নেতা আতিকুর রহমান, দুমকি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, দুমকি উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামীম, জেলা ছাত্রদল নেতা তানভীর হোসেন, পৌর ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ,আবির হাসান, মো. আমীনুল ইসলাম সুমন, কাওসার আহম্মেদ এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর সরোয়ার বলেন, আওয়ামী লীগ দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছে এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কটূক্তি করেছে; তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করি। এর মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় অতর্কিতভাবে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের একাধিক নেতাকর্মীকে আহত করে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বিরোধী দলের কোনো কর্মসূচিতে হামলা হবে না।

পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা হৃদয় আশীষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগের উদ্যোগে সরকারি কলেজ চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বনানী এলাকায় পৌঁছলে যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমরা প্রতিবাদ করে তাদের প্রতিহত করি।

পটুয়াখালী সদর থানা পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে দুইপক্ষ ইটপাটকেল ছুড়ছে। এ সময় পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয়। পুলিশ ছাত্রলীগের সঙ্গে তাল মিলিয়ে হামলা করছে- এমন অভিযোগ সত্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *