মডেল মানে কি স্লিম? এই ধরনের এখন আর গ্রহনযোগ্যতা পায় না। এখন মডেল হতে পারে প্লাস সাইজ মেয়েরা।
এই কথাই বললেন হালের আলোচিত প্লাস সাইজ মডেল পুতুল ওয়াংশা, প্রফেশনের দিক থেকে মেকআপ আর্টিস্ট হলে
ও ছোট বেলা থেকেই ছিল মডেল হওয়ার ইচ্ছা । প্রতিটি মেয়েরই মতোই তারও ইচ্ছা ছিল তার ছবি ম্যাগাজিনে ছাপা হবে।
ইচ্ছা থাকলে সব সম্ভব তাই বললেন পুতুল । যেখানে বিয়ে বা সন্তান হলে মেয়েদের জীবন শেষ হয়ে যায় বলে ধারনা করা হয়
সেই বিয়ে ও সন্তান হওয়ার পরই পুতুলের এই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে পেরেছেন বলে মনে করেন। মোটা মেয়েরা যেন
হীনমন্যতায় না ভুগেন সেই পরামর্শই তিনি দিলেন। পুতুল আরও বলেন Fatty, Chubby,plus যেই নামই বলেন না কেন
বাহিরের দেশে এই ধরনের মডেলদের মূল্যায়ন অনেক বেশি । পুতুল চান বাংলাদেশে এর মূল্যায়ন হোক । পুতুল ইতি মধ্যে কাজ
করেছেন বেশ কয়টি ফ্যাশান ব্রান্ডের সাথে যেমন : Da purple by jazz,Bold,Poushee,Raisha’s World এবং
Ar-Rafiu by md.Rakib khan