এবারের ঈদুল আযহা কে নিয়ে ফ্যাশন ডিজাইনার মোহাম্মদ রাকিব খানের চিন্তাধারা l
প্রতিবছরই ছোট থেকে বড় ছেলে-মেয়ে সবাই অপেক্ষা করে এই আরেকটি সুন্দর ঈদ পালন করার জন্য সেটি হচ্ছে ঈদুল আযহা l
যদিও এই ঈদে সবাই একটু হালকা-পাতলা কাপড় এবং ডিজাইনের উপর থাকতে বেশি পছন্দ করে l তাছাড়া আবহাওয়াটা একটু গুমট প্রকৃতির হয়ে থাকে মাঝে মাঝে আবার হালকা বৃষ্টি হয়ে থাকে তাই বিশেষ করে ছেলেদের জন্য এই ঈদুল আযহা খুব পরিশ্রমের হয়ে থাকে l
সারাদিন পারিবারিক কাজে ছোটাছুটি সকলের করতে হয় এরপরে শুরু হয়ে যায় আত্মীয়-স্বজনদের বাসাতে যাওয়ার পালা , তাই সকল ছেলেরাই চায় একটু হালকা পাতলা ডিজাইন এবং পাঞ্জাবি অথবা পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকতে l
এবারের ঈদুল আযহা কে কেন্দ্র করে আমি বেশ কিছু হালকা রঙের উপর জোর দিয়েছি l
কাপড় অবশ্যই আরামদায়ক হয়তোবা কোনটা সত্যি হয়তো বা কোনটা জর্জেট সিল্ক হয়তোবা কোনটা ক্রাশ কটন l
পাঞ্জাবি এবং কুর্তার উপর আমি ছোট ছোট জেরদৌসীর নকশা এবং সুতার কাজ অথবা মিরর ওয়ার্ক করেছি l
করেছি কিছু কিছু নিখুঁত সুতার কাজের ডিজাইনও, যেগুলো সম্পূর্ণ হাতে সেলাই করা l
এই সকল ডিজাইনগুলো মূলত ছেলেদের জন্য খুব মানানসই এবং দেখতেও খুব আকর্ষণীয় l পোশাকের উন্নত মান এবং সাশ্রয় দাম এখন সকলেই বিবেচনা করে, তাই সেগুলো মাথায় রেখে এবারের ঈদুল আযহার এই ডিজাইনগুলো আমি করেছি.. যাতে সকলেই পণ্যগুলো কিনে এবং প্রোডাক্টগুলো ব্যবহার করে দেশীয় পণ্যের উপর ভালোবাসা বাড়িয়ে দেয় l
ব্র্যান্ড : আর-রাফিউ l
ডিজাইনার : মোঃ রাকিব খান l মডেল : মাবরুক হাসান এবং ইউসুফ হোসাইন l
ফটোগ্রাফার : জুনায়েদ আহমেদ মেকআপ : নাফিসা হাসিব এবং পুতুল ওয়াংসা l