ঈদুল আযহা কে কেন্দ্র করে মোহাম্মদ রাকিব খান

ঈদ মানেই আনন্দ , ঈদ মানে নতুন জামা আর ঈদ মানে একটি সুন্দর দিনের অপেক্ষায় l
তাই আমরা সকলেই চাই একটি সুন্দর দিনে আনন্দ করার জন্য.. সুন্দর নতুন একটি জামা পড়ে সব জায়গায় আমরা হাসিখুশি ভাবে দিনটিকে পালন করব l

এবারের ঈদুল আযহা টাও এর কোন অংশেই ব্যতিক্রম নয়, প্রতি বছরই আমরা ত্যাগের এই মহিমা দিয়ে ঈদ টিকে পালন করে থাকি তবে চেষ্টা করি সুন্দর সুষ্ঠুভাবে দিনটিকে পালন করার জন্য l

বিশেষ করে মেয়েদের ঈদ উল আযহা তে সাংসারিক খাটুনি হয় বেশী , তাই বড় থেকে ছোট সবাই চায় একটি আরামদায়ক ছিমছম পোশাক পড়ে দিনটি পালন করার জন্য l
তাই এবারের ঈদে আমি বেছে নিয়েছি একেবারেই আরামদায়ক কিছু কাপড় l

কাপড় গুলো কোনটা সুতি, কোনটা হতবার নেট আবার কোনটা এন্টি কটন l
ডিজাইন করেছি কখনো শাড়ি, কখনো আনারগুলি সেইসাথে অনেক ঘের ওয়ালা ডিভাইডার পায়জামা , হয়তোবা কখনো আবার আনারকলির উপর মানানসই কটি l
তবে অবশ্যই সবগুলো আবহাওয়া এবং পরিস্থিতির উপর যাতে মানিয়ে পড়তে পারে সেভাবেই ডিজাইনগুলো করা l

ঈদুল আযহাতে সকলেই একটু কম বাহিরে ঘোরাঘুরি করে তবে ঈদের দু-এক দিন পর বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আড্ডাটা কিন্তু এখনো খুব চলে , তাই আড্ডাটা যেন আরামদায়ক হয় তাই আমার সেরকম ডিজাইনের চিন্তা মাথায় থাকে সব সময়ই l

সকলেই যেন এই ঈদুল আযহা কে সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে সেই প্রত্যাশাই আমি সবসময় করি l

ব্র্যান্ড : আর- রাফিউ l
ডিজাইনার : মোঃ রাকিব খান l মডেল :
ফটোগ্রাফার : জুনায়েদ আহমেদ, রাহুল লুনা মেকআপ : পুতুল ওয়াংশা এবং নাফিসা হাসিব
জুয়েলারি : অর্নামেন্টস হাউস এবং পুতুল ওয়াংশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *