স্পেন বিএনপির কর্মী সমাবেশ ও প্রতিবাদ সভা ২০ সেপ্টেম্বর রাতে মাদ্রিদের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত হয়। স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর হুসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন।
বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপি’র সহ-সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিল্টন ভূঁইয়া কচি, মোরশেদ আলম তাহের, হেমায়েত খান, এস এম মনির, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসেন শাকিল, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, যুবদলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ, বিএনপি নেতা আব্দুল মতিন, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আলমগীর, প্রচার সম্পাদক খিজির আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদ আলী, পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক মাহফুজুল আলম, বিএনপি নেতা বাহার উদ্দিন মুনির।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির রিগ্যান ও ছানুর মিয়া সাদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম, বিএনপি নেতা সুমন হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। পরে দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।