টানা দুই মৌসুম ধরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার (২৬ অক্টোবর) রাতে বায়ার্নের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন বার্সা কোচ জাভি। তবে এটাকেই ঘুরে দাঁড়ানোর পথ হিসেবে দেখছেন সাবেক বার্সেলোনার এই মিডফিল্ডার। সংবাদ সম্মেলনে বললেন, উন্নতির জন্য এমন ধাক্কা দরকার ছিল।
বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগেই বার্সেলোনা জেনে গিয়েছিল, এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। কারণ বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে ইন্টার মিলান ৪-০ গোলে উড়িয়ে দেয় ভিক্টোরিয়াকে। সেই রেজাল্টের ফলেই বার্সার বিদায়ঘণ্টা বেজে যায়।
এদিকে বায়ার্নের বিপক্ষে ম্যাচে বার্সার খেলোয়াড়দের পারফর্মেন্সও ছিল খুব বাজে যা স্বীকার করতে দ্বিধাবোধ করেননি বার্সেলোনার কোচ জাভি। কাতালান ক্লাবটির কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এটাই আমাদের বাস্তবতা এবং এর সম্মুখীন হতেই হবে। হয়তো আমাদের এমন কিছুরই প্রয়োজন ছিল, উন্নতি করার লক্ষ্যে জোর একটা ধাক্কা।’
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল আমাদের। কিছু করার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের এই পরিস্থিতির মুখে পড়ার আসল কারণ, আগের ম্যাচগুলোয় করা নিজেদেরই ভুল। খুবই বাজে অনুভূতি নিয়ে বাদ পড়তে হচ্ছে। তবে বাকি ট্রফিগুলোর জন্য লড়াই করতে আমাদের পুনরায় তৈরি হতে হবে।’
এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বার্সেলোনা। একটি করে জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ৪। ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। সেই জয় দিয়েই মৌসুম শুরু করেছিল জাভির দল।