ফুলছড়িতে এডিপি’র আর্থিক সহায়তায় দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলা পরিষদের এডিপি’র আর্থিক সহায়তায় লাম্পি স্কিন ডিজিজ এর উপর পরামর্শ ও চিকিৎসা প্রদানের জন্য দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে ৩৫০ এর অধিক গবাদি পশুকে চিকিৎসা প্রদান করা হয়। রোগটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম বলেন বর্তমানে লাম্পি স্কিন ডিজিজ-এ নতুন আক্রান্তের হার খুবই কম। প্রাণিসম্পদ বিভাগ সর্বদা সবচ্চ সেবা জনগণের দোরগোড়ার পৌঁছে দিতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন চলমান থাকবে ইনশাল্লাহ। উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণকে সার্বিক সহযোগীতার জন্য প্রাণিসম্পদ বিভাগ ধন্যবাদ কৃতজ্ঞা জ্ঞাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *