কনিষ্ঠ নারী উদ্যোক্তা রুমির পথচলা

বর্তমান যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে চলছে তাদের আপন গতিতে। পুরুষদের পাশাপাশি নারীদের জয়গান। তথ্য প্রযুক্তির অবদানে নারীরা ঘরে বসেই সফল হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যার কারনে অনেকেই সফল আজ। তাই সৃষ্টি হয়েছে অনেক অনেক নারী উদ্যোক্তা। ঘরে বসে বসে শুধু ফেসবুক ও সংসার পরিচালনায় সীমাবদ্ধ নয় এখন তারা ব্যবসায় করছে ফেসবুক পেজ থেকে। তেমনি একজন তরুন ও কনিষ্ঠ নারী উদ্যোক্তার কথা শুনবো যিনি ইন্টার ফাস্ট ইয়ার এ পরছে।পড়ালেখার পাশাপাশি নারী উদ্যোক্তাও। যিনি পিছিয়ে নেই পড়ালেখার দিক থেকেও। এবার এসএসসি তে তিনি জিপিএ-৫ পেয়ে উত্তির্ন হয়েছে তিনি।

রুমির সাথে স্বদেশ নিউজ২৪ এর সম্পাদক আরজে সাইমুর রহমান এর একান্ত আলাপনে জানান তার উদ্যোক্ত হওয়ার গল্প। রুমি স্বদেশ নিউজ২৪ কে বলেন-নিজের সম্পূর্ণ শখ থেকেই পেইজটা খুলেছিলাম এবং শিথী আপুকে দেখে সবসময় ইন্সপায়ার হই আমি এই কাজ এ। তাই ঘরে বসে নিজের হাতে বানিয়ে লাক্সারি গিফট বক্স এবং ক্রিয়েটিভ গিফট আইটেম নিয়ে শুরু করেছি।প্রথম দিকে রিচ করতে প্রবলেম হলেও আলহামদুলিল্লাহ এখন কাস্টমারদের ভালো রেসপন্স পাচ্ছি। দূরে কিংবা কাছে থেকে ভালোবাসার মানুষদের সারপ্রাইজ করতে আমাদের গিফট আইটেমগুলো ওর্ডার করে থাকে। পড়ালেখার পাশাপাশি আমার ফ্রি টাইম টি তে আমি আমার পেইজ এর কাজে সময় দিয়ে থাকি। এ কাজে আমাকে আমার পরিবার সম্পূর্ণ সাপোর্ট দিয়ে থাকে।বিশেষ করে আমার ছোট ভাই সবসময় আমাকে কাজে সাহায্য করে।সিঁদুর এর গেট টুগেদার এ আমি গোল্ড স্পনসর।আপুকে ভালোবেসেই স্পন্সর করেছি।আপু সবসময় আমাকে সাপোর্ট করে।যখন ই কোনো হেল্প লাগে আপুর থেকে আমি পাই।আসতে আসতে পেইজটিকে আরও বড় করার ইচ্ছা আছে।সবার এরকম সাপোর্ট এই আশা করি আমি অনেক দূর যাবো ইনশাআল্লাহ।আমার প্রত্যাশা সবসময় কাস্টমারদের রিজেনএবল এ লাক্সারি গিফটগুলো দেওয়া।যাতে সবাই নিতে পারে এবং ভালো প্রডাক্টটাই তাদের দেওয়া। সবশেষে ধন্যবাদ স্বদেশ টিভির সাইমুর ভাইয়াকে আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *