নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
বর্তমান যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে চলছে তাদের আপন গতিতে। পুরুষদের পাশাপাশি নারীদের জয়গান। নারীরা এখন সব পেশায় এগিয়ে যাচ্ছে, সব পেশায় হয়েছেন সফল। তেমনই একজন সফল নারী উদ্যোক্তা হলেন শীথি। নিজের মেধা, পরিশ্রম, আত্ম বিশ্বাস, সততা, সাহসীকতা ও উদ্যমের কারনে সবার পছন্দের ও প্রিয় মুখ এখন শীথি।
২৫ অক্টোবর আফসানা মীর শীথির শুভ জন্মদিনে তাকে সকল স্তরের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে রাজধানীর একটি রেস্টুরেন্টে সফল নারী উদ্যোক্তা ও সিঁদুর ফ্যাশনের কর্ণধার আফসানা মীর শিথীর জন্মদিন উদযাপন করা হয়। উক্ত জন্মদিন অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মিলন মেলা ছিল। তারপর একটি রিসোর্টে জন্মদিনের দ্বিতীয় পর্ব এর উদযাপন করেন।
উল্লেখ্য ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি শিথী ও মারুফ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জাঁকজমক আয়োজনের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান করা হয়। যা নারী উদ্যোক্তাদের জন্য গর্বের বিষয়। নারী উদ্যোক্তার পাশাপাশি শীথির ব্রান্ড প্রোমোটার হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। শীথি একাধিক ব্রান্ড এর এম্বাসাডর হিসেবে যুক্ত আছেন।
শিথীর হাসবেন্ড পারভেজ মারুফ ঢাকা মেট্রোর ড্যাশিং ওপেনার হিসেবে খেলেছেন। মারুফ ও শিথী ২জন মিলেই তাদের জনপ্রিয় ব্র্যান্ড সিঁদূর পরিচালনা করছেন। তাদের ২জনের মেধা ও পরিশ্রমে দিন দিন তাদের প্রতিষ্ঠান আরো সুনাম ও খ্যাতি অর্জন করেছে। বর্তমান মিরপুর অরজিনাল ১০ এ সিঁদূর আউটলেট রয়েছে।
আফসানা মীর শিথীর জন্মদিনে স্বদেশ নিউজ২৪.কম সম্পাদক আরজে সাইমুর রহমান ও স্বদেশ মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে রইলো জন্মদিনের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ কামনা।