জেল থেকেই ‘বেবি গার্লকে’ জন্মদিনের চমক দেন সুকেশ

দিল্লির জেল থেকেই ‘বেবি গার্লের’ ৩৯তম জন্মদিনে চমক দিলেন সুকেশ। গ্রেফতার হওয়ার আগে জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

২০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে সম্পর্ক থাকায় আবার ইডির সমন পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। বুধবার এ খবর শিরোনামে উঠে আসে।

এর মধ্যে জ্যাকলিনের উদ্দেশে নতুন একটি চিঠি লিখেছেন তিনি। সেখানেই অভিনেত্রীর জন্মদিন নিয়ে কথা বলেছেন সুকেশ।

গত ১১ আগস্ট জ্যাকলিনের ৩৯তম জন্মদিন ছিল। এদিন অভিনেত্রীর অনুরাগীদের জন্য বড় চমকের পরিকল্পনা করেছেন সুকেশ। জ্যাকলিনের ১০০ জন অনুরাগীকে আইফোন ১৫ প্রো উপহার দেবেন বলে ঘোষণা করেছেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ।

সুকেশ তার চিঠিতে জ্যাকলিনকে ‘বেবি গার্ল’ সম্বোধন করে লিখেছেন- ‘যারা ‘ইমি ইমি’ (জ্যাকলিনের মিউজিক ভিডিও) গানটি পছন্দ করেছেন, ৩০ দিনের মধ্যে তাদের ১০০ জনের নাম ঘোষণা করা হবে। বেবি জ্যাকির জন্মদিনে তাদের আইফোন ১৫ প্রো উপহার দেওয়া হবে।

জ্যাকলিনের এই মিউজিক ভিডিও যাতে মানুষ আরও বেশি করে শোনেন, সেই অনুরোধও তিনি করেছেন।

চিঠিতে তিনি লেখেন- ‘বেবি গার্ল আর মাত্র ৩০ দিন বাকি তোমার জন্মদিনের। আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। বছরের এই দিনটা আমার সবচেয়ে পছন্দের। তোমার জন্মদিনের উদযাপনে তোমার মুখে হাসি দেখতে আমার খুব ভালো লাগে। এই একটি বিষয়ই আমার হৃদয় স্পর্শ করে যায়।’

২০২১ থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বলি অভিনেত্রী। আদতে শ্রীলংকার নাগরিক হলেও দীর্ঘদিন বলিউডের সঙ্গে যুক্ত তিনি। অভিযোগ- সুকেশ চন্দ্র শেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকার ঘটনায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *