‘বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শরিফুল ইসলাম খান’

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর গ্রীন রোডের বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন-BOMA কেন্দ্রীয় অফিসে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সম্পাদক, নিউজ২১বিডি.কম এর সম্পাদক, সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকাঃ

সভাপতি –                    একেএম শরিফুল ইসলাম খান,

নির্বাহী সভাপতি –              মো: কামাল হোসেন,

নির্বাহী সভাপতি-               মীর আব্দুল আলিম,

সহ-সভাপতি –                 রাশেদুল ইসলাম বুলবুল,

সহ-সভাপতি –                 আবু সুফিয়ান রতন,

সাধারণ সম্পাদক-              শাহাদাত জামান স্বপন,

যুগ্ম সাধারণ সম্পাদক-            দেলোয়ার হোসেন,

সহ সাধারণ সম্পাদক-            সালেহ রশিদ অলক,

সাংগঠনিক সম্পাদক –           নাজমা সুলতানা নীলা,

অর্থ সম্পাদক –                 আনহার সামসাদ,

তথ্য গবেষণা সম্পাদক-           জাহাঙ্গীর আলম তুষার,

দপ্তর সম্পাদক-                হামিদ রনি,

প্রচার সম্পাদক –               লায়ন আখতারুজ্জামান,

সহ প্রচার সম্পাদক –             রাশেদ বাবু

নির্বাহী সদস্য 

* লুৎফর রহমান হিমেল

*খান নজরুল ইসলাম হান্নান,

* জামসেদ ওয়াজেদ,

* আবু নাঈম খান,

*জুয়েল আনন্দ,

লায়ন জি এম হাফিজুর রহমান,

শামিম রেজা।

উল্লেখ্য, ইতিপূর্বে ঘোষিত ৩ সদস্যর উপদেষ্টা হলেন,  * প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, * মি. আগষ্টিন পিউরীফিকেশন *  এস এম মহসিন ঈমাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *