নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-সাইমুর রহমান:
বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টারস কমিউনিটি- এবিসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে এই আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকারের পিতার মৃত্যু ও সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অফিসিয়াল ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। এবিসির ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী। এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরির সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপি’র ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন , জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইকরামুল হাবিব, জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান উপস্থাপক ও জাতীয় দৈনিক ঐশী বাংলা সম্পাদক সুফি মহিউদ্দিন খান ফারুকী সহ অন্যান্যরা।
এসময় বায়োফার্মার ম্যানেজিং ডিরেক্টর ড. লকিয়ত উল্ল্যা, পারফেক্ট ইলেকট্রনিক্স এর সিইও গোলাম শাহরিয়ার কবীর, ইউনিকর্ন ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল, ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ সহ দেশের বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে কর্মরত সংবাদ, অনুষ্ঠান, খেলাধুলা, বাণিজ্য ও টকশোর উপস্থাপকরা উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।