ফেনীতে ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার

IMG_5506স্টাফ রিপোর্টার :
“আসুন তামাক পরিত্যাগ করি, মুখের ক্যান্সার রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে এবং পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এর সহযোগিতায় বুধবার বিকেলে ফেনী সিভিল সার্জন মিলনায়তনে মুখের ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অুনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিচোর্স পার্সন ছিলেন ফেনী সিভিল সার্জন ডাঃ মোঃ জাকির হোসেন ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী।
বক্তর‌্য রাখেন উত্তর গোবিন্দপুর স্বাস্থ্য, শিক্ষা ও আদর্শ গ্রাম সভাপতি আমির হোসেন ভূঞা, জেলা এনজিও এসোসিয়েশনের সেক্রেটারী লিয়াকত আলী আরমান, সাংবাদিক এম শরীফ ভূঞা, জেলা পাবলিক হেলথ্ অফিসার দিপালী চক্রবর্তী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর শহীদুল ইসলাম, আজকের সময় প্রতিনিধি খলিলুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবক, সরকারী-বেসরকারী এনজিও প্রতিনিধি, স্কুল ম্যানিজিং কমিটির সদস্য, স্বাস্থ্য কর্মীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *