ফেসবুক ছাড়া মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে

ফেসবুক প্রথম যখন বার্তা আদান–প্রদানের অ্যাপ বানিয়েছিল, ব্যবহারকারীরা তখন বেশ অবাক হয়েছিল। কারণ, ফেসবুকের সঙ্গেই বার্তা আদান–প্রদানের সেবা যুক্ত ছিল। আলাদা অ্যাপের দরকার কী? কিন্তু নানা সুবিধার মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। ফেসবুকের আরেক অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী বেশি হলেও মেসেঞ্জার এখন অনেক মানুষের নিয়মিত যোগাযোগের মাধ্যম।

আরেকটি বিষয় হলো, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আপনি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। আর সে কাজটি করার জন্য নিচের ধাপগুলো মেনে চলতে হবে।
প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ নামিয়ে নিন।

এবার মেসেঞ্জারে নতুন অ্যাকাউন্ট তৈরির অপশনে ক্লিক করুন।

বিভিন্ন ধরনের অনুমতি চেয়ে বার্তা দেখাবে। বুঝেশুনে তবেই সম্মতি জানান।

এরপর আপনার ফোন নম্বর লিখুন এবং নেক্সট বোতামে ক্লিক করুন।

নম্বর, অক্ষর এবং জ্যোতিচিহ্নের সমন্বয়ে কমপক্ষে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যান।

নিজের নাম লিখে আবার নেক্সট চাপুন।

এরপর অ্যাকাউন্ট তৈরির চূড়ান্ত ধাপ দেখতে পাবেন। বোতামে ক্লিক করুন।

এসএমএসের মাধ্যমে আপনার মুঠোফোনে পাঠানো কোডটি দিন। ব্যস, হয়ে গেল।

সূত্র: টেকঅ্যাডভাইজর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *