ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির বার্ষিক আনন্দ ভ্রমন-২০১৮ইং।

আশরাফুল আলম,ভৈরব – কুলিয়ারচর প্রতিনিধি||গতকাল রবিবার ১১ মার্চ সারাদিন ব্যাপী ভৈরব থেকে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও চায়ের দেশ সিলেটের সাতছড়িতে ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাজুল ইসলাম তাজভৈরবী ও সাধারন সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক আলাল উদ্দিনের নেতৃত্বে ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাংবাদিক সদস্যরা বার্ষিক বনভোজন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অন্যান্য সদস্যদের মাঝে অংশগ্রহন করেন, দৈনিক দিনকাল ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান, দৈনিক শতাব্দীর কণ্ঠ ভৈরব প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের ডাক ও জিটিভি ভৈরব প্রতিনিধি এম এ হালিম, সাংবাদিক জাকির হোসেন, সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার বার্তা সম্পাদক লায়ন শামীম আহমেদ, দৈনিক ইনকিলাব ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, দৈনিক আলোকিত বাংলাদেশ ও আরটিভি ভৈর প্রতিনিধি আল আমিন টিটু,এশিয়ান টিভি ও দৈনিক নয়াদিগন্ত ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার নির্বাহী ও বার্তা সম্পাদক নাজির আহমেদ আল আমিন, দৈনিক গ্রামীণ দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি এম আর ওয়াসিম, ৭১ টিভির ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, মাইটিভির ভৈরব প্রতিনিধি শাহানুর, দৈনিক একুশে আলো ভৈরব প্রতিনিধি মোঃ জামাল মিয়া, দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি আশরাফুল আলম,দৈনিক মাতৃছায়া ভৈরব প্রতিনিধি হৃদয় আজাদ, সাংবাদিক রিপন মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *