আইডিবির লিফটে আটকা পড়লেন স্বদেশ নিউজ২৪ এর সম্পাদক আরজে সাইমুর ও ২ সংবাদকর্মী

গতকাল রাত ৮টার দিকে রাজধানীর আইডিবি ভবনের লিফটে আটকা পড়েন রেডিও স্বদেশ ও স্বদেশ টিভি চেয়ারম্যান এবং স্বদেশ নিউজ২৪.কমের সম্পাদক আরজে সাইমুর রহমান, সাব এডিটর প্রিন্স ও রিপোর্টার হাসান। লিফট এ উঠার পর লিফট একদম অকেজো হয়ে যায়। ভিততের কোন বাটন কাজ করছিল না। লিফটের ভিতরে কোন জরুরী যোগাযোগ নম্বরও ছিল না কোন এলার্ম বাটনও কাজ করেনি। ১৫ মিনিটের বেশি সময় হবার তারা নিজেরা লিফট এর দরজা হাত দিয়ে খোলার চেষ্টা করতে থাকেন। অতপর একজন লিফট এর দরজা একটু খুলতে পারেন কিন্তু আবার আটকে যায়। তারপর আবার চেষ্টা করে দরজা খুলে একজন বের হবার সাথে সাথে দরজা প্রায় আটকে যায় তখন পা ও হাত দিয়ে দরজা ফাকা রাখা হয় তখন লিফটের ভিতরে থাকা আর এক সংবাদকর্মীর সহায়তায় সম্পাদক আরজে সাইমুর বের হন তারপর অন্যজন কোনরকম ভাবে লিফট থেকে বের হয়ে প্রানে বেচে যায়। আর প্রায় সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট ও ভাগ্য ভালো থাকার কারনে তারা অল্প সময়ে লিফট থেকে বের হয়ে যান।

স্বদেশ নিউজ২৪.কমের সম্পাদক আরজে সাইমুর রহমান জানান- আইডিবি ভবনের কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা এ্ই ঘটনার জন্য দায়ী। লিফট এর ভিতরে কেন কোন জরুরী যোগাযোগ নম্বর নেই? কেন কোন এলাম নেই? সাধারন মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন সবার কাছে? সবাই আইডিবি গেলে সর্তকতা অবলম্বন করবেন। আজ আমরা তিন সংবাদকর্মী একসাথে ছিলাম বলে আমাদের তাৎক্ষনিক বিচক্ষনার কারনে আমরা অল্পতেই বেচে গেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *