অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের প্রতি সহকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কঙ্গোতে সড়ক দূর্ঘটনায় নিহত অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম পিপিএম, এনডিসি এর জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) রাজারবাগ পুলিশ লাইনসে বাদ জোহর শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমকে একে একে ফুলেল শ্রদ্ধা জানান মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ নজিবুর রহমান, চাঁদপুর ৫ আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম, সংসদ সদস্য সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন,  আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে ডিজি র‌্যাব বেনজীর আহমেদ বিপিএম (বার), ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *