1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
সুন্দরবনের ২০ বনদস্যুর আত্মসমর্পণ - Swadeshnews24.com
শিরোনাম
সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান

সুন্দরবনের ২০ বনদস্যুর আত্মসমর্পণ

  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৩৭৭ Time View

006_266435 সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জাহাঙ্গীর বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেছে। গতকাল বরিশাল নগরের রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে তারা এ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রিত মোঃ আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা রক্ত ঝড়াতে চাইনা। আমরা চাই ভুল পথ থেকে ফিরে আসুক জলদস্যু বা বনদস্যুরা। তাদের জন্য আমাদের পথ সবসময় খোলা। সুস্থ জীবনের বিকল্প কিছুই নেই। যারা এখোনো আত্মসমর্পন করেননি তাদেরও পরিবার রয়েছে, যদি সুন্দর জীবন যাপন করতে চান তাহলে সময় আছে আত্মসমর্পন করার।

এসময় তিনি আরো বলেন, দক্ষিনাঞ্চলের মৎস্যজীবি বা জেলেদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম ছিল মোঃ জাহাঙ্গীর ওরফে শিকারী বাহিনী। এ বাহিনীর আংশিক সদস্যরা এর আগে আমাদের কাছে আত্মসমর্পন করেছিল। আজ সবাই করল। এটা সত্যিই একটা আমাদের নিরাপত্তা বাহীনির বিশাল সাফল্য। আরো বেশ কয়েকটি জলদস্যু বাহিনীর সদস্যরা রয়েছে, যাদের আমরা আহ্বান জানাচ্ছি আত্মসমর্পনের জন্য, নতুবা কি হবে তা কিন্তু কেউ ভাবতেও পারবে না।
তিনি বলেন, আমাদের নিরাপত্তা কর্মীরা অনেক দক্ষ। আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রীও কাউকে ছাড় দিচ্ছেন না। যারা এসব জলদস্যু ও বনদস্যুদের মদদ দিচ্ছেন তাদের কিন্তু রেহাই দেয়া হবে না। তাই মদদদাতারাও এসব অপকর্ম ছেড়ে দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাঙ্গীর বাহিনী জলদস্যু বা বনদস্যু বাহিনী গুলোর মধ্যে অন্যতম বড় একটি বাহিনী। এ বাহিনী যে অস্ত্র গুলো ব্যবহার করত তা ১০ হাজার বা ১ লাখ টাকার অস্ত্র নয়, এগুলো অনেক দামী অস্ত্র। এ অস্ত্র গুলো তারা কোথায় বা কিভাবে পেল সেটাও বের করা হবে। আর এর রহস্য উদঘাটন করে অস্ত্র সরবরাহকারীদের আইনের আওয়াতায় আনা হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা যেকোন মূল্যে সুন্দরবনকে নিরাপদ করব। আমাদের মৎস্যজীবিরা যদি নিরাপদ না থাকতে পারে তাহলে আমাদের এগোতে কষ্ট হবে। কেউ দস্যুতা করবে আর সরকার তা তাকিয়ে দেখবে সেটা কখনোই সম্ভব নয়। আমরা সন্ত্রাস-জঙ্গী নির্মূল করবই। যার জন্য নিরাপত্তা বাহিনীগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে।
এর আগে শ?নিবার (২৮ জানুয়ারী) র‌্যাবের কাছে আত্মসমর্পন করেন জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর হোসেনসহ ২০ সদস্য।
আত্মসমর্পন কারীরা হলো, বাগেরহাট ও য?শোর জেলার বাসিন্দা ও “জাহাঙ্গীর বাহিনীর’’ প্রধান মোঃ জাহাঙ্গীর শিকারী (৩৮), ?শেখ মোঃ ফ?রিদ (৩৮), ?সোঃ মারুফ শেখ (৪১), মোঃ আকরাম শেখ (৩৫), মে?াঃ মোস্তাহার শেখ (৫০), মোঃ এরশাদ খান (৩৫), মোঃ গাজী ত?রিকুল ইসলাম (৩৫), মোঃ কামরুল ?শেখ (২২), মোঃ কামরুল হাসান (৩৮), মোঃ হায়দার শেখ (২৯),  মোঃ হারুন শেখ (৫৫), মোঃ আইয়ুব আলী শেখ (৫২), মোঃ মা?ফিকুল গাজী (৩৮), মো ক?বির গাজী (৩২), মোঃ পলাশ হো?সেন (৩৫), মোঃ বা?ছের শিকদার (২৬), মোঃ আঃ হান্নান সরদার (২৩), মোঃ ইজাজ মোলা (৪১), মোঃ মহা?সিন মোড়ল (৩৯) ও মোঃ ইয়াকুব সরদার (২৯)।
এদের কাছ থেকে ৩১ টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং সকল প্রকার অস্ত্রের প্রায় ১ হাজার ৫০৭ রাউন্ড বি?ভিন্ন প্রকার গোলাবারুদ উদ্ধার করা হয়।
মেজর আদনান কবির জানান, “জাহাঙ্গীর বাহিনী” অতি অভিজ্ঞ এবং দূধর্ষ প্রকৃতির অপরাধী। শিবসা নদী সংলগ্ন বি?ভিন্ন খাল ও সাতক্ষীরা রে?ঞ্জের কা?টেশ্বর ও সাপখালী সংলগ্ন অঞ্চ?লের বনজী?বি ও জলজী?বি সাধারণ মানুষ তা?দের টা?র্গেট ছি?লো। সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার সংলগ্ন বিভিন্ন থানায় তাদের নামে/বেনামে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন জলদস্যু/ডাকাত বাহিনী র‌্যাব এর হাতে নিস্ক্রিয় হওয়ার পাশাপাশি র‌্যাব-৮ এর ক্রমাগত একাধিক কঠোর অভিযানের কারণে কোনঠাসা হয়ে আতংকিত হয়ে পড়ায় তারা অনুধাবন করে অধিক অর্থ উপার্জন ও কুপ্ররোচনার স্বীকার হয়ে তারা ভুল পথে পরিচালিত হয়েছিল। ২০১৫ হতে ২০১৬ সালে জাহা্‌ঙ্গীর বাহিনী সুন্দরবনে বিপুল বিক্র?মে জলদস্যুবৃ?ত্তি করে।
বিশেষ অতিথি হিসেবে র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, একের পর এক বাহিনীর আত্মসমাপন করায় সুন্দরবন জলদস্যু বনদস্যু শূন্য হতে যাচ্ছে। এখন শুধু পূব সুন্দরবনের দুটি বাহিনী রয়েছে।রাজু ও মাসুদ বাহিনী। এই দুটি কাহিনীকে আত্মসমাপনের আওতায় আনার চেষ্টা করা  হচ্ছে। এছাড়া পশ্চিম সুন্দরবনে ৬টি বাহিনীর মধ্যে আলি ও মুজিব বাহিনী সক্রিয়া। তিনি আরো বলেন, সুন্দরবন রক্ষায় আমরা সবচ্চ শক্তি প্রয়োগ করবো।  আজ দেশে ইসলামের নামে যারা জঙ্গিবাদ করেছ তারা ধমকে ধংস করছে। তারা মুসিলম না। ওদেন বিরুদ্ধে সজাগ আছে আইনশৃঙখলা বাহিনী।
জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পন অনুষ্ঠানে র‌্যাব ৮ এর অধিনায়ক আনোয়ার উজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মোঃ মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, র‌্যাব ফোর্সেস এর এডিজি (অপস) আনোয়ার লতিফ খান, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, র‌্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান প্রমূখ।

৮ মাসে র‌্যাব-৮’র কাছে সুন্দরবনের ৯ জলদস্যু বাহিনীর আত্মসমার্পন
স্টাফ রিপোর্টার,বরিশাল থেকে ॥   মাত্র ৮ মাসের ব্যবধানে ৯  জলদস্যু বাহিনীকে আত্মসমাপন করাতে বাধ্য করেছে র‌্যাব-৮। এতে ১৯৫টি অস্ত্র ও ১০১৪৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আত্মসমার্পনকারী সদস্য সংখ্যা ছিলো ৯২ জন।  রোববার র‌্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করা হয়। র‌্যাব -৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, এ পর্যন্ত র‌্যাব-৮ সদস্যরা র‌্যাব-৬’র সহযোগীতা ৯টি জলদস্যু বাহিনীকে আত্মসমার্পনে বাধ্য করতে সক্ষম হয়েছে।
এরই ধারবাহিকতায় আজ রোববার স্বরাস্ত্র মন্ত্রীর নিকট অস্ত্র জমা দিয়ে আত্মসমার্পন করেছে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্য। এ সময় উদ্ধার করা হয় ৩১টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১৫০৭ রাউন্ড তাঁজা গুলি।
এ নিয়ে ৮ মাসে ৯টি বাহিনী আত্মসমার্পন করেছে।
এর মধ্যে গত বছরের ৩১ মে আত্মসমার্পন করে মাষ্টার বাহিনীর ১০ জলদস্যু। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৩৯০৪ রাউন্ড গোলাবারুদ। এরপরই ১৪ জুলাই মজনু ও ইলিয়াস বাহিনীর ১১ জলদস্যু আত্মসমার্পন করে ২৫ টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ১০২০ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে। ৭ সেপ্টেম্বর আত্মসমার্পন করে আলম ও শান্ত বাহিনীর ১৪ জলদস্যু। তারা ২০ টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং সর্বমোট ১০০৮ রাউন্ড গোলাবারুদ জমা দেয়। ১৯ অক্টোবর সাগর বাহিনীর ১৩ জন জলদস্যু ২০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫৯৬ রাউন্ড গোলাবারুদ নিয়ে আত্মসমার্পন করে। ২৭ নভেম্বর খোকাবাবু বাহিনী ১২জন জলদস্যু আত্মসমার্পন করে। এ বাহিনী জমা দেয় ২২টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড গোলাবারুদ। চলতি বছরের ৬ জানুয়ারি নোয়া বাহিনী ১২ জলদস্যু র‌্যাবের নিকট আত্মসমার্পন করে ২৫টি আগ্নেয়াস্ত্র ও ১১০৫ রাউন্ড জমা দিয়ে।
র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, একের পর এক বাহিনীর আত্মসমাপন করায় সুন্দরবন জলদস্যু বনদস্যু শূন্য হতে যাচ্ছে। এখন শুধু পূর্ব সুন্দরবনের দুটি বাহিনী রয়েছে। রাজু ও সামসু বাহিনী। এই দুটি কাহিনীকে আত্মসমাপনের আওতায় আনার চেষ্টা করা  হচ্ছে। এছাড়া পশ্চিম সুন্দরবনে ৬টি বাহিনীর মধ্যে আলি ও মুজিব বাহিনী সক্রিয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com