সম্পাদনায়- শেখ সাদী , স্বদেশ নিউজ২৪.কম: বইমেলা বাঙ্গালির ঐতিহ্যের মেলা, প্রাণের মেলা, মনের খোরাক; বাঙ্গালি জীবনের অবিচ্ছেদ্য অংশ অমর একুশে গ্রন্থমেলা; বইমেলা আমাদেরকে অনুপ্রানিত করে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করে, পৃথিবীর যে কোন সংস্কৃতির দিকে তাকালে একটি বিষয় আমাদের চোখের সামনে ভেসে উঠে, তা হল ভাষার জন্যে এমন আত্মত্যাগ, বইমেলা আমাদের একুশ তথা বায়ান্নর চেতনাকে উজ্জিবিত করে / তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় বের হয়েছে লিওয়াজা আক্তারের দ্বিতীয় প্রকাশিত বই এবং প্রথম কাব্যগ্রন্থ ‘ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি ‘ এখানে কবির লেখায় ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ, নারীর জীবন বৈচিত্র্য এবং জীবনের পাওয়া না পাওয়ার ক্রন্দন ধ্বনি, হারিয়ে যাওয়া কিছু মানুষের প্রতিচ্ছবি, ঘটনার তাৎপর্য গুলো জীবন নিয়ে সত্যিই নতুন করে ভাবতে শেখায়, জীবনের উথান পতন, ভালোবাসা ঘৃণা এই নিয়েই যেন চলছে সময়; সেই সময়ের মাঝেই আমরা আবদ্ধ সবাই / লিওয়াজা আক্তারের বইটি পাওয়া যাচ্ছে মেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের ২৯১, ২৯২, ২৯৩, ২৯৪ নং স্টলে, আর তার প্রথম প্রকাশিত বই ” লাল স্বপ্ন নীল স্বপ্ন ” গল্প গ্রন্থটি পাওয়া যাচ্ছে নন্দিতা প্রকাশের ৪০৪ নং স্টলে / বাংলা সাহিত্যে স্নাতকোত্তর লিওয়াজা আক্তার এর জন্ম যশোর জেলায়, তবে এখন তিনি ঢাকায় স্থায়ী ভাবে বসবাস করছেন; কাজের ফাঁকে যতটুকু সময় পান লেখার পেছনেই নিজেকে আত্মনিবেদন করেন, লেখালেখি যেন তার নেশার সাথে মিশে আছে তাইতো লেখা ছাড়া থাকতে পারেন না একটি মুহূর্তও, জীবনের শেষদিন পর্যন্ত তিনি লেখার মাঝেই সময় কাটিয়ে দিতে চান, নতুন বইয়ের গন্ধ তার কাছে নতুন ভালোবাসার মতই, সেই ভালোবাসার সুখেই তিনি ভেসে যেতে চান ।