বাবা যাদব আটকের খবর ভিত্তিহীন-রায়হান রাফি

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: বাবা যাদব আটকের খবর ভিত্তিহীন বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন ২ এর পরিচালক রায়হান রাফি।

গনমাধ্যমে প্রকাশ, ওয়ার্কপারমিট না নিয়ে কাজ করতে এসে আটক হয়েছেন ভারতের নামি নৃত্যশিল্পী বাবা যাদব। আর তাইতো পুলিশের তাড়া। এ নিয়ে যোগাযোগ করা হলো পরিচালক রায়হান রাফির সঙ্গে। গুঞ্জন উঠেছে তার পরিচালিত সিনেমা ‘পোড়ামন ২’র সেট থেকে তাদের আটক করা হয়েছে। এমন খবর কেন রটলো প্রশ্ন করতে রাফি বলেন, ‘এ খবর ভিত্তিহীন। পুলিশ এসেছিল এখানে কি হচ্ছে তাঁর খোজ নিতে। অমনি এমন খবর গনমাধ্যমে দেখতে পাচ্ছি।’

তাহলে কি বাবা যাদব কিংবা ভারতীয় টিম সেটে ছিল না? ‘হ্যা তিনি ছিলেন। বাবা যাদব মূলত ‘নূরজাহান’ নামে জাজের আরেকটি সিনেমার শুটে বাংলাদেশে এসেছেন। কাজের পারমিটও নিয়ে এসেছেন। যাওয়ার আগে আমাদের ‘পোড়ামন-২’-এর শুটিং স্পটটাও ঘুরে গেলেন। ‘পোড়ামন ২’র গানের শুটিং শুরু হবে পনেরোদিন পরে। তিনি এসে গানের লোকেশনের রেকি করে গেলেন। সিলেটের বেশ কিছু জায়গায় লোকেশন দেখেছেন বাবা যাদব। এরপর তিনি যাবেন মেহেরপুরে। সেখানে লোকেশন দেখে ভারত ফিরে যাবেন। অথচ বাবা যাদব আমাদের সেটে আসার ঘটনাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তিনি এখনো আমার সঙ্গে আছেন। আর এমন গুজবের কারণে আমি ফেসবুক লাইভেও গিয়েছি।’

জানা যায়, ছবির শুটিং শেষের দিকে। আর মাত্র দশদিন লাগবে সিনেমার শুটিং শেষ করতে। এর কয়েকদিন পরেই গানের শুটিং হবে। তখন বাবা যাদব ‘পোড়ামন ২’ টিমের সঙ্গে যোগাযোগ করবেন।

উল্লেখ্য ‘পোড়ামন ২’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি ও সিয়াম আহমেদ। অন্যান্যদের মধ্যে রয়েছে আনোয়ারা, ওমর সানী, বাপ্পা রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *