ভৈরবে দুই মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল আলম।।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীর পঞ্চবটি এলাকায় গোলাম হোসেনের বাড়ির ভাড়টিয়া মোঃ সুজন মিয়ার বসত ঘরে কিছু সংখ্যক মাদক বিক্রেতা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নির্ধারিত ক্রেতার অপেক্ষায় আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট শোভন খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১১/১১/২০১৭ ইং তারিখ সময় ১৭.০০ ঘটিকার কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময় ০২ মাদক ব্যবসায়ীকে সঙ্গীয় ফোর্সের সহয়তায় হাতে নাতে আটক করে। ধৃত আসামীর নাম ১। মোঃ সুজন মিয়া (৩৫), পিতা-মৃত মস্তু মিয়া, সাং-পঞ্চবটি বউ বাজার, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ ও ২। মোঃ বাচ্চু, পিতা- মৃত লতিফ মোল্লা, সাং- নইন্দা, থানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। এসময় মোঃ সুজন মিয়ার ঘর তল্লাশী করে মোট ৫৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,৩৪,০০০ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *