দুই মোটরসাইকেলের সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার ছোট বিড়ালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সহসভাপতি আবদুল মান্নান (৪৮), নওগাঁর নিয়ামতপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের ব্যবসায়ী মো. আক্তারের স্ত্রী বিথি খাতুন (৩৩) এবং তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)।

দুর্ঘটনায় ব্যবসায়ী আক্তারও গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পবা থানার ওসি ফরিদ হোসেন জানান, আক্তারের মোটরসাইকেলে তার স্ত্রী ও মেয়েও ছিল। নওহাটা এলাকায় আবদুল মান্নানের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর পর একটি ট্রাক্টর এসে দুই মোটরসাইকেলকেই চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশু মরিয়ম জান্নাত ও আবদুল মান্নান মারা যান। আর বীথি খাতুন ও তার স্বামী আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক বীথি খাতুনকে মৃত ঘোষণা করেন।

ওসি ফরিদ হোসেন আরও জানান, দুর্ঘটনার পর চালক তার ট্রাক্টর ফেলে পালিয়েছেন। পরে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিও থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *