শিশু নির্যাতনের বিচার চাইলেন শাকিব খান

মাগুরায় আট বছরের শিশু নির্যাতনের ঘটনায় বিচার চাইলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সেই ভুক্তভোগী শিশুকে নির্যাতনের বিচার চান শাকিব।

এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নির্যাতিত শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে। তাই তো দেশের বিনোদন জগতের তারকারাও চুপ থাকতে পারেননি। তাই দেশের শীর্ষ নায়ক শাকিব খান হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লিখেছেন— উই ওয়ান্ট জাস্টিস।

মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে তার ভক্ত-অনুরাগীরাও ভীষণ খুশি। তবে দেশে এ ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকেই। শাকিবের মন্তব্যের ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং সঙ্গে প্রতিবাদও জানান কঠোর ভাষায়।

এদিকে এ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের সেই শিশু। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা করেন; সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।

এ ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো দেশ। ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে ন্যক্কারজনক এ ঘটনা। জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *