এখনো গ্রেফতার হয়নি ফ্যাসিস্টবাদের দোসর সংঙ্গীতা চৌধুরী


ষ্টাফ রির্পোটার, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-সাইমুর রহমান:

জুলাই গণহত্যার দোসর আওয়ামী দালাল সঙ্গীতা চৌধুরী এখনো গ্রেফতার হয়নি। শো-বিজের অনেক তারকার নামে হত্যা মামলা হয়েছে। কেউ কেউ গ্রেফতারও হয়েছে কিন্তু সঙ্গীতা চৌধুরী ‘আলো আসবে’ গ্রুপের একটিভ সদস্য হয়েও এখনো কোন মামলা কিংবা বিচারের মুখোমুখি হয়নি।

সঙ্গীতা চৌধুরী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু আবত্তি একাডেমির সদস্য। বিগত ফ্যাসিষ্ট সরকারের সকল সুবিধাভোগী একজন আওয়ামী দালাল হিসেবে চিহ্নিত তিনি। তিনি শিল্পকলা একাডেমী মঞ্চে ‘শেখ হাসিনা’র চরিত্রে অভিনয় করে শেখ হাসিনার সান্নিধ্য লাভ করে। মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে অবৈধ মেলামেশা করে পেয়েছেন বিটিভির প্রিভিউ কমিটির সদস্যপদ। শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাকীর সাথে অনৈতিক সম্পর্ক করে শিল্পকলায় চাকরী করেছেন কিছুদিন।

আহকাম উল্লাহ’র সাথেও তার অনৈতিক সম্পর্ক। বর্তমানে চাকরি করছেন নারায়নগঞ্জের ‘রনদা প্রসাদ সাহা’ বিশ্ববিদ্যালয়ে।

অবৈধ ফেসিষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী দালালরা গা ঢাকা দিলেও সঙ্গীতা চৌধুরী ভোল পাল্টে আওয়ামী বিরোধী বক্তব্য দিয়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া চাকুরীতে বহাল তবিয়তে বহাল আছেন।

বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় করে নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন অথচ সঙ্গীতা চৌধুরী বঙ্গবন্ধুর মা’র চরিত্রে অভিনয় করে ব্যাপক সুযোগ সুবিধা নিয়েও বিচারের মুখোমুখি হচ্ছেন না। সম্প্রতি জানাগেছে তিনি সরকারি রাজবাড়ি কলেজের শিক্ষক হুমায়ূন কবীর সাথে রাজধানীর সেগুনবাগিচায় বিয়ে বর্হিভূত একত্রে বসবাস করছেন। উল্লেখ্য হুমায়ুন কবীরও একজন আওয়ামী দোসর। যিনি বিএনপি আমলে ওএসডি ছিলেন।

সঙ্গীতা চৌধুরী সাংস্কৃতিক অঙ্গনের একজন বহুরূপী দালাল হিসাবেই চিহ্নিত।

জুলাই গণহত্যার দোসরদের চিহ্নিত করে তথ্য মন্ত্রনালয়ের তালিকায় উপরের দিকে অভিযুক্ত সঙ্গীতা চৌধুরী। শ্রীঘ্রই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *