সানি লিওন তার পরবর্তী ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় সহশিল্পী কারিশমা তান্নাকে আঘাত করেছেন। এতে কারিশমা তান্না আহত হন। ফলে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নির্মাতা দেবাঙ্গ ঢোলাখিয়া সিনেমা সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, দৃশ্যটিতে সানি লিওন ও কারিশমা তান্না অংশ নেন। সে সময় তারা একটি মারামারি দৃশ্যে অভিনয় করছিলেন। হঠাৎ করেই সানি ভুলবশত কারিশমা তান্নাকে আঘাত করেন। এতে তিনি আহত হন।
তিনি আরো যোগ করেন, সে সময় ঘাড়ে ও পেটে আঘাত পান কারিশমা। সঙ্গে সঙ্গে তার আঘাতের স্থানে পানি ঢালা হয় এবং বরফ দেওয়া হয়। এই দুর্ঘটনার ফলে ছবিটির শুটিং বেশ কয়েকঘন্টা বন্ধ ছিলো। তবে এই ঘটনায় মোটেও হতাশ নন কারিশমা।
এ বিষয়ে কারিশমা বলেন, ‘এ ধরণের আঘাত আমাকে আরো শক্তিশালী করবে। এর ফলে আমি আরো আত্নবিশ্বাসী হয়ে উঠেছি। দৃশ্যটিতে স্ট্যান ব্যবহার করার কথা ছিলো। কিন্তু আমরা সেটা করতে চাইনি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করার আগে আমারা অনেক অনুশীলন করেছি। শুন্যে লাথি মারা থেকে শুরু করে লাফালাফি অনুশীলন করেছি আমরা।’
এ বিষয়ে দেবাঙ্গ যোগ করেন, ‘তার আঘাত তেমন গুরুতর নয়। এজন্য আমরা সিডিউলও পিছিয়ে দিচ্ছি না।’
পরিচালক আরো বলেন, ‘কয়েক ঘন্টা পরে কারিশমা সেটে ফিরে আসেন। তাই আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি।’