দুর্বল অবকাঠামোতে থমকে আছে টেক্সটাইল শিল্প

textileদুর্বল অবকাঠামো, গ্যাস ও বিদ্যুৎ স্বল্পতার কারণে টেক্সটাইল শিল্পে নতুন শিল্পায়ন থমকে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন। প্রাথমিক স্তরে ফেব্রিক্সের কাঁচামালের সমৃদ্ধি ঘটাতে পারলে টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়নে বাংলাদেশ টেক্সটাইল টুডে আয়োজিত ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ২০১৩’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস অ্যান্ড টেকনোলজিস (আইটিইটি) প্রফেসর ইঞ্জিনিয়ার এমএস জামান, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আইউব নবী খান, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্স (এনআইটিইআর) অধ্যক্ষ হুমায়ন কবির, প্রফেসর ফখরুল হাসান খান, প্রফেসর জালাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, এখনও দেশে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের স্বল্পতা রয়েছে। এ সমস্যার কারণে দেশে নতুন নতুন টেক্সটাইল মিল গড়ে উঠতে পারছে না। শিল্পোদ্যোক্তারা নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে আগ্রহ পাচ্ছে না। ফলে টেক্সটাইল শিল্পের গতি হারাচ্ছে বলে মনে করেন তিনি। তিনি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি বলেন, এভাবে টেক্সটাইল শিল্পে দক্ষ জনশক্তি বেরিয়ে আসবে, যারা এ খাতকে আরও এগিয়ে নিতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটিগরিতে ১১ জন টেক্সটাইল শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *