হামাস সদস্যদের মা-বোনকে ধর্ষণের পরামর্শ ইসরাইলি অধ্যাপকের

hamasহামাস সদস্যদের মা বোনদের ধর্ষণ করার পরামর্শ দিয়েছে ইসরাইলের তথাকথিত এক অধ্যাপক। তার দাবি সন্ত্রাসী হামলা নিরুৎসাহিত করার এটাই একমাত্র উপায়। এ খবর দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ওদিকে ফিলিস্তিনি শিশুদের উপহাস করে প্যারিসের ডেপুটি মেয়র জ্যাক রেনো বলেছেন, ওইসব শিশুর গোশত হালাল। খবরে বলা হয়, মোরদেচাই কেদার নামক ওই অধ্যাপক তিন সপ্তাহ আগে ইসরাইলি এক রেডিও চ্যানেলে ওই মন্তব্য করেন। গত সোমবার অনলাইনে তা প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, আত্মঘাতী কোন বোমা হামলাকারীকে শুধু একটা জিনিসই নিরুৎসাহিত করতে পারে, যদি সে জানে যে ধরা পরলে তার মা বোনকে ধর্ষণ করা হবে। এটা শুনতে অনেক খারাপ লাগলেও এটাই মধ্যপ্রাচ্য। রেডিও অনুষ্ঠানের উপস্থাপকও এহেন উদ্ভট মন্তব্যে অপ্রস্তুত হয়ে যান। আশ্চর্য হয়ে বলেন, আমরা অবশ্যই এমন কোন পদক্ষেপ নিতে পারি না। কেদার মহাশয় সঙ্গে সঙ্গেই জবাব দেন, আমি বলছি না আমাদের কি করা উচিৎ বা উচিৎ নয়। আমি বাস্তবতা নিয়ে বলছি। আত্মঘাতি হামলাকারি বিস্ফোরণ ঘটানোর আগে বা ট্রিগার টানার আগে একটি বিষয়ই তাকে থামাতে পারে যদি সে জানে তার বোনকে ধর্ষণ করা হবে। ব্যাস। কান্ডজ্ঞানহীন ওই অধ্যাপকের বক্তব্যে ইসরাইলের নারী কর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে ব্যাপক সমালোচনা। ওদিকে প্যারিসের ডেপুটি মেয়র জ্যাক রেনো বলেছেন, ফিলিস্তিনি নিহত শত শত শিশুর গোশত হালাল। তিনি শিশুদের নিহত হবার ঘটনাকে উপহাস করে টুইটারে এ মন্তব্য করার পর প্যারিসে বিক্ষোভ করেছে প্রায় ২৫হাজার মুসলমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *