ফেলে আসা পথ  — সেলিনা জাহান প্রিয়া

4764মনে পরে কি অরন্য সময়ের সেই কথা শুধু গল্প
সাম্পান নৌকায় কাপ্তাই লেকে ডেউয়ের সাথে খেলা,
পাহাড়ি টং-এ তোমার সাথে খুঁনসুটির বেলা,
বনরুপা থেকে তবলছড়ি হয়ে স্বর্ণ টিলা
কাকলী কিম্বা ইন্দ্রপুরী সিনেমা হলে
হাতলহীন সিটে জড়োসড়ো দীর্ঘ সময় পার!
কোন একদিন এ হাত গুলো আল্পনা একে যায়
সেই আল্পনার অনূভুতি ছড়িয়ে যায় গহীনে
আর কোন হাত নেই,যে এমন আবেগে ছুঁতে পারে!
ক্লাস,ফাকি দিয়ে কোন এক গ্রীষ্মেও রৌদ্রস্নাত হয়েছি দু’জন
শহরের অলি-গলি,পিচঢালা পথে হারিয়েছি সময় ,
এক বর্ষায়-ছাতাহীন দু’জন খুব ভিজেছিলাম
কর্ণফুলীর ছলছলে জলে ডিঙ্গীতে,পাহাড়ি জুমের টং ঘরে,
কিংবা রিক্সায় জরোসরো তুমি আর আমি!
কোন এক বসন্তে আমি কৃষ্ণচূড়ার লাল আর
তুমি হলদে পাখির অবয়ব ধার করেছিলে
সহস্র কপোত-কপোতির ভিঁড়ে আমরাও ছিলাম।
আমি তাদেরেই মতই তোমার হাত ধরেছি,
তোমার চোখে তাকিয়েই আমার প্রথম বসন্ত পালন!
বর্ষা আবারও নামবে কাপ্তাইয়ের পাহাড়ি পথে,
লুসাই পাহারে সূর্য অস্ত যাবে সেদিনের মতই,
সবকিছু এ মন ধরে রাখে না,
সবকিছু এ মন ভুলেও না:
দু’জন মিলে কোন একদিন,বাবুই সেজেছি..
বুনেছি হৃদয়ের তৃণে ভালোবাসা!
একটা বেডরুম,আর একটা ডাইনিং;
পুরোটাই ভালোবাসায় ঠাঁসা।
মনে পরে কি অরন্য সময়ের সেই কথা শুধু গল্প
সাম্পান নৌকায় কাপ্তাই লিকে ডেউয়ের সাথে খেলা,
পাহাড়ি টং-এ তোমার সাথে খুঁনসুটির বেলা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *