প্রিন্স,স্বদেশ নিউজ২৪ ডটকমঃ গত ৯ই মার্চ ২০১৮, শুক্রবার রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় গ্রাউন্ডে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সিটি ক্যাম্পাস এক্স-স্টুডেন্ট কার্নিভাল ২০১৮ অনুষ্ঠিত হয়ে গেল। সিটি ক্যাম্পাস এর যূগপূর্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশতাধিক প্রাক্তণ ছাত্র ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিনত হয়েছে এক বিশাল মিলনমেলায়। বিকেলে অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় সিটি ক্যাম্পাসের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের। তারপর শুরু হয় প্রতিটি ব্যাচ এর স্মৃতিচারণ। হারানো দিনের নানান কথায়, হাসি, আনন্দের মুখরতায় কেটে যায় মধুর সময়। স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে চলে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল থেকে নাঁচ, গান, হাসি ঠাট্টায় ওস্মৃতিচারণ এবং সবশেষে শিল্পী আসিফ আদনানের পরিবেশনায় রাত অবধি চলে এই মিলনমেলা। অনুষ্ঠান স্থলে সিটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন এ্যাওয়ার্ড / অর্জনগুলো প্রদর্শন করা হয়। ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ডিজাইন ওয়ার্ক ও নব্য ডিজাইনদের ক্রিয়েটিভ ড্রেস গুলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনশান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র রেজিষ্ট্রার আর্কিটেক্ট হোসনে আরা রহমান, জয়েন্ট রেজিষ্ট্রার কায়কোবাদ রানা, বরেণ্য শিল্পী নাসিম আহমেদ নাদভী, ডিজাইনার চন্দ্রশেখর সাহা , সিটি ক্যাম্পাসের প্রাক্তণ ও বর্তমান শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সিটি ক্যাম্পাস এক্স-স্টুডেন্ট ফোরাম।