মরহুম আজহারুল হাসানের ৩য় মৃত্যু বার্ষিকী আজ

মামুনুর রশীদ রাজ, স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম,সম্পাদনায়-সাইমুর রহমানঃ  সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গদখালী ইউনিয়নের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক, সৎ, নিষ্ঠাবান, ধর্মপরায়ণ ব্যক্তিত্ব, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী জননেতা, মানবপ্রেমী, কলারোয়া উপজেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব  মরহুম আজহারুল হাসান (৪৮)’র আজ ৩য় মৃত্যু বার্ষিকী।

বিগত ২০১৫ সালের এই দিনে তিনি পৃথিবীর সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে সকলকে দুঃখের সাগরে ভাসিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান।

তাই আজ বিশিষ্ট সমাজসেবক ও কলারোয়া উপজেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আজহারুল হাসানের ৩য় মৃত্যু বার্ষিকীতে তার স্ত্রী সালমা আক্তার কনা, কন্যা প্রকৌশলী আনিকা আনজুম দিশা সহ সকল আত্নীয়- স্বজন ও অত্র ইউনিয়নবাসির পক্ষ থেকে মরহুম আজহারুল হাসানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *