‘গার্লস গাইডসকে আরো গুরুত্ব দেয়া উচিত’

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক নির্মূলে গার্লস গাইডস-এর কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্মকে জনগণের সেবায় এগিয়ে আসতে হবে। রোববার (২৯ জুলাই) বিকেলে গণভবনে কাব স্কাউটদের মাঝে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জন্য নবনির্মিত ১০তলা ভবনের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। পরে দেশপ্রেমের ব্রত নিয়ে গার্লস গাইডদের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘স্কাউটসের ব্যাপারে আমরা বলেছিলাম, ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে, সাফল্য অর্জন করেছে। কিন্তু গার্লস গাইডসকে আমার মনে হয় আরো গুরুত্ব দেয়া উচিৎ। আমি মনে করি প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে মানবিক গুণাবলি ওই ছোট্ট বয়স থেকেই ধীরে ধীরে তৈরি হবে। এতে তারা জাগ্রত হবে, সচেতন হবে, যা পরবর্তীতে আমাদের আজকের শিশুরা যখন জীবন জীবিকার জন্য কাজ করবে। তখন এই গুণাবলী দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে অবদান রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। তাই আমি মনে করি, এই সংগঠনের আরো শক্তিশালী হওয়া উচিৎ। আরও বিস্তৃত হওয়া উচিৎ। এর ফলে দেশ থেকে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকসহ নানা ধরণের অসামাজিক কাজ বন্ধ করতে পারবো। আমাদের সচেতন ছেলে মেয়েরাই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *